Posts

Showing posts from December, 2023

রাণী দুর্গাবতী কে ছিলেন? তার কৃতিত্বের পরিচয় দাও। অথবা রানী দুর্গাবতীর পরিচয় ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।"

রানী দুর্গাবতী:- চান্দেল্ল বংশীয় রাজপুত অধিপতি মাহোবার কন্যা ছিলেন দুর্গাবতী। গন্ডোয়ানার শাসক দলপদ শাহের সঙ্গে তার বিয়ে হয়। তিনি একদিকে বুদ্ধিমতী ও সাহসী এবং অপরদিকে দেশপ্রেমিক ও সংস্কৃতিমনস্ক নারী ছিলেন। দুর্গাবতীর কৃতিত্ব:- রানী দুর্গাবতীর কৃতিত্বের জন্য ইতিহাস তাকে স্মরণ করে রেখেছে। তার উল্লেখযোগ্য কার্যাবলীগুলি হল- শাসনভার গ্রহণ:- গন্ডোয়ানার রাজা দলপত শাহের মৃত্যুর পর তার নাবালক পুত্র সিংহাসনে বসে। নাবালক পুত্র বীর নারায়ণের অভিভাবক হিসেবে বিধবা রানী দুর্গাবতী গন্ডোয়ানা শাসন করতে থাকেন। অতি দ্রুত দুর্গাবতী সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধা ও সমর্থন লাভ করেন। বাজ বাহাদুরের আক্রমণ রোধ:- আফগানিস্তানের নেতা বাজ বাহাদুর গন্ডোয়ানা আক্রমণ করলে রানী দুর্গাবতী দক্ষতার সঙ্গে তার আক্রমণ রোধ করেন। পরবর্তীতে বাজ বাহাদুর আরো কয়েকবার গন্ডোয়ানা আক্রমণ করে, কিন্তু রানীর কাছে তার বাহিনী পরাজিত হয়। অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষতা:- রানী দুর্গাবতী প্রতিটি যুদ্ধে জয়লাভ করলেও প্রচুর অর্থ ব্যয় হতো এই সকল যুদ্ধে। ফলে গন্ডোয়ানার রাজকোষ শূন্য হয়ে পড়ে। এরূপ অবস্থায় দুর্গাবতী নিজের রাজ্যে অভিযান চালিয়ে ...