প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির বর্ণনা দাও।

প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির বর্ণনা দাও।

স্বর্গীয় দেশ হিসেবে গর্ব করা চীনে বিদেশি শাসন অনেক পরে প্রতিষ্ঠিত হয়। ১৯ শতকে চীনের অর্থনৈতিক ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে পশ্চিমি রাষ্ট্রগুলি চীনে আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে সেখানে বিদেশিদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
👉অসম চুক্তি
উনিশ শতকের চারের দশক থেকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওলন্দাজ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি শক্তিগুলি তাদের সামরিক শক্তি দ্বারা চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে। ফলে চীনে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যার পরিণতিতে চীনের উপর তারা অন্যায় ভাবে বিভিন্ন ধরনের চুক্তি চাপিয়ে দেয়। যাকে 'অসম চুক্তি' বা 'বৈষম্যমূলক চুক্তি' বলে।
👉বৈশিষ্ট্য:- (i) অসম চুক্তি গুলি চীনের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রতিষ্ঠিত হওয়ায় এগুলি ছিল একতরফা।
(ii) এই চুক্তির ধারা বিদেশি শক্তি গুলি চীনে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে।
(iii) এই চুক্তিতে প্রকৃতপক্ষে চীনের সার্বভৌমত্বে আঘাত করে।
👉বিভিন্ন অসম চুক্তি
দীর্ঘ 100 বছর ধরে টিনের উপর যে অসম চুক্তি গুলি চাপিয়ে দেওয়া হয়েছিল তা হল-

1. নানকিং এর সন্ধি (চুক্তি): -
প্রথম আফিমের যুদ্ধে চীন পরাজিত হলে ব্রিটিশরা চীনের সাথে এই চুক্তি করে। পরাজিত হবার কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও চীনে চুক্তি করতে বাধ্য হয়। (29 শে আগস্ট 1842)
👉চুক্তির শর্তাবলীঃ- 
(i) এই চুক্তির ধারা ক্যান্টন, সাংহাই, অ্যায়ম, ফুচাও ও নিংগপো এই পাঁচটি বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য ছেড়ে দেওয়া হয় যা 'চুক্তি বন্দর' নামে পরিচিত।  
(ii) হংকং চিরদিনের জন্য ব্রিটিশদের দিয়ে দিতে বাধ্য হয়।

2. বগ-এর অসমচুক্তি:- 
ব্রিটিশ সরকার নানকিং এর চুক্তি চাপিয়ে দেওয়ার পর বগের চুক্তি নামে আবার একটি অসম চুক্তি চাপিয়ে দেয়। (1843 খ্রিস্টাব্দে)
👉চুক্তির শর্তাবলীঃ-
(i) এই চুক্তির দ্বারা 'চুক্তি বন্দর' গুলিতে বসবাসকারী চীনা ও ব্রিটিশ অধিবাসীদের উপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণ লুপ্ত হয়।
(ii) চীন ভবিষ্যতে অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে যেসব সুযোগ-সুবিধা দেবে সেগুলি ব্রিটেন কেও দিতে রাজি করানো হয়, এই চুক্তির মাধ্যমে।

3. ওয়াং ঘিয়ারের অসমচুক্তি-
মার্কিন যুক্তরাষ্ট্র চিনে আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে দুর্বল চীনের ওপর ওয়াং ঘিয়ারের অসম চুক্তি চাপিয়ে দেয়।( 3- জুলাই 1844 খ্রি:)
👉চুক্তির শর্তাবলী- 
(i) এই চুক্তি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র চীন অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা ভোগ করে।
(ii) চুক্তি বন্দর গুলিতে বসবাসকারী বিদেশীরা আইনগত ও বিচারবিভাগীয় বিষয়ে স্বাধীনতা লাভ করে।

4. হোয়ামপোয়া-র অসম চুক্তি-
সাম্রাজ্যবাদী ফ্রান্স 1844 খ্রিস্টাব্দে অক্টোবরে চীনের উপরে চুক্তি চাপিয়ে দেয়।
👉চুক্তির শর্তাবলীঃ-
(i) ফরাসিদের জন্য চীনে পাঁচটি বন্দর খুলে দেওয়া হয়।
(ii) চীন ও ফরাসি বণিকদের মধ্যে বণিক শুল্ক নির্দিষ্ট হয়।

5. আইগুনের অসম চুক্তি- 
ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে দ্বিতীয় আফিমের যুদ্ধে (1856 খ্রিষ্টাব্দ) চীন বিপর্যয়ের মুখে পড়লে, সেই সুযোগে প্রতিবেশী রাশিয়া-চীনের উপর 'আইগুনের অসম চুক্তি' চাপিয়ে দেয়। (1858 খ্রিস্টাব্দ)
👉চুক্তির শর্তাবলীঃ- 
(i) এই চুক্তির দ্বারা চীনের উত্তর দিকের বেশ কিছু এলাকায় রাশিয়া তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে।
(ii) চীনের আমুর,উসুরি, সংঘুরা জিয়া নদীতে একমাত্র রাশিয়া ও চীনের নৌচলাচল স্বীকৃত হয়।

6. তিয়েন সিয়েনের অসমচুক্তি- 
দ্বিতীয় আফিমের যুদ্ধের পরাজিত হলে ইংল্যান্ড ও ফ্রান্স টিনের উপর এই চুক্তি চাপিয়ে দেয়। (1858 খ্রিস্টাব্দে)
👉চুক্তির শর্তাবলীঃ-
(i)এই চুক্তির দ্বারা চীন সরকার ইংল্যান্ড ও ফ্রান্স কে প্রচুর পরিমাণের ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
(ii) বিদেশী বণিকদের জন্য আরও 11 টি বন্দর খুলে দেওয়া হয়।

7. শিমোনোসেকির সন্ধি- কোরিয়া কে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে সংঘর্ষ হয়, এতে চীন পরাস্ত হয় এবং জাপানের সঙ্গে শিমোনো সেকির চুক্তি করতে বাধ্য হয়।

👉চুক্তির শর্তাবলীঃ- 
(i)কোরিয়াকে চীন স্বাধীনতা দিতে বাধ্য হয়।
(ii) চিনের কাছ থেকে জাপান পেস্কাডোরেস, তাইওয়ান, লিয়াওটুং উপদ্বীপ ও পোর্ট আর্থার লাভ করে।

8. বক্সার প্রটোকল / Boxer protocol-
চিং (বা কিং) বংশের শাসনকালে চিনে বিদেশি শক্তির নির্যাতন ও শোষণের বিরুদ্ধে আই-হো-চুয়ান নামে এক গুপ্ত সমিতি বক্সার বিদ্রোহ করে।(1899-1901 খ্রিষ্টাব্দ) শেষ পর্যন্ত বিদেশী শক্তির কাছে চীন পরাজিত হলে 'বক্সার প্রটোকল' চুক্তি করতে বাধ্য হয়।(1901 খ্রি:)
বিদ্রোহের অংশগ্রহণকারী ও বিদ্রোহের প্রথম সারির দিক থেকে নেতৃত্বদানকারী বেশ কিছু ব্যক্তি বিদেশি রাষ্ট্রকর্তৃক চরম শাস্তি দেওয়া হয় 
👉চুক্তির শর্তাবলীঃ- 
(i)এর দ্বারা চীনের ওপর বিরাট ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়।
(ii) চীন সরকার প্রতিশ্রুতি দেয় বিদেশী বণিকদের কাছ থেকে 5 শতাংশের বেশি শুল্ক আদায় করবে না।

∆ এইভাবে চীনে বিভিন্ন অসম চুক্তির ধারা সেখানে বিদেশে আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog

ডেভিড স্টনের ব্যবস্থাপক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

Write down the techniques for effective reading and the reading strategies that are useful.

প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার ব্যবহার লেখো।Nature/Characteristics of Classical Conditioning . Educational implications of Classical Conditioning.