Posts

Showing posts from November, 2023

প্রশ্ন ১। আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে ধারণাটি ব্যক্ত করা।

উত্তর। আম্বেদকরের ছিলেন বিংশ শতাব্দীর এমন একজন বিশিষ্ট ভারতীয় যিনি ছিলেন সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখায় অত্যন্ত পণ্ডিত ও বিচক্ষণ। এহেন ব্যক্তিটি ভারতের সামাজিক ন্যায়ের একান্ত অভাব লক্ষ্য করে পীড়িত বোধ করেছিলেন এবং সামাজিক ন্যায় সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল - 1. MR. Gandhi and the emancipation of the untouchables. (1942) 2. Who were the shudras. (1940). সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা : (ক) ড. বি. আর. আম্বেদকরের মতে সামাজিক ন্যায় এক বিশেষ স্থানাধিকারী এটি অন্যান্য ন্যায়ের উৎস স্বরূপ, সমাজে যদি সামাজিক ন্যায় ভালো ভাবে বিরাজ করে তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় আপনা আপনি সমাজে প্রতিষ্ঠিত হবে। (খ) তাঁর মতে সামাজিক সচলতা পথ সকলের কাছে অমুক্ত থাকলে তবেই সমাজে প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায়। (গ) সামাজিক ন্যায় যথার্থ ভাবে সমাজে প্রতিষ্ঠা করতে হলে, সমাজে অবশ্যই ধর্মের ভূমিকা সীমিত হবে। কেননা তিনি বলেছেন, ধর্ম সমাজের জনগণের কাছে নিছক ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপারে সীমাবদ্ধ না থাকে তা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানিক ও আগ্রামনরূপে পরিণত হওয়া ধর্ম সমাজে সৃষ্টি করে বিভেদ ...

রাজনীতিক উন্নয়ন সংক্রান্ত অ্যালমন্ড ও পাওয়েলের ধারণা সংক্ষেপে আলোচনা কর।

রাজনীতিক উন্নয়ন সম্পর্কে অ্যালমন্ড ও পাওয়েলের মতবাদ অ্যালমন্ড ও পাওয়েল তাঁদের Comparative Politics: A development Approach শীর্ষক গ্রন্থে রাজনীতিক উন্নয়ন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে অ্যালমন্ড ও কোলম্যান-এর The Politics of the Developing Areas শীর্ষক গ্রন্থটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। উপরি-উল্লিখিত দুটি গ্রন্থেই আধুনিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত ধারণা হিসাবে রাজনীতিক উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। অ্যালমন্ড ও পাওয়েল রাষ্ট্র ও সরকারের ধারণার পরিবর্তে রাজনীতিক ব্যবস্থা (Political system) -র ধারণা গ্রহণ করেছেন। তাঁদের অভিমত অনুসারে আগেকার রাজনীতিক ব্যবস্থার তুলনায় আধুনিক উন্নত রাজনীতিক ব্যবস্থাসমূহ সংকট সমাধানের ক্ষেত্রে অধিক মাত্রায় সক্ষম। এই দুই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতিক উন্নয়নের ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি উন্নয়নের নির্ধারক ও পর্যায় প্রসঙ্গে আলোচনা করেছেন। বলা হয়েছে যে রাজনীতিক ব্যবস্থার কার্যাবলীর উপর তার উন্নয়ন নির্ভরশীল। অ্যালমন্ডের মতানুসারে রাজনীতিক ব্যবস্থার সামর্থ্য তিনটি পর্যায়ের কার্যাবলীর উপর ভিত্তিশীল। এগুলি হল রূপান্তর প্রক্রিয়া সম্পর্কি...

ডেভিড স্টনের ব্যবস্থাপক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে যা জান লিখ। অথবা, সমালোচনাসহ ডেভিড ইস্টনের সিস্টেম তত্ত্বটি বর্ণনা কর। অথবা, সমালোচনাসহ ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্বটি ব্যাখ্যা কর। উত্তর৷৷ ভূমিকা : ব্যবস্থা তত্ত্বের উদ্ভব বহু পূর্বে ঘটলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সমাজ ও রাজনীতি বিশ্লেষণে এ তত্ত্ব ছিল উপযোগী। বর্তমান সময়েও সমাজ ও রাজনীতি বিশ্লেষণে এ তত্ত্বের ব্যবহার লক্ষ্য করা যায়। ১৯৫৩ সালে প্রকাশিত ‘The Political System’ গ্রন্থে ইস্টর্ন এ তত্ত্ব প্রয়োগ করেন। সামগ্রিক রাজনৈতিক বিশ্লেষণকে সামনে রেখে এ তত্ত্বের উদ্ভব ঘটানো হয়। তাই এ তত্ত্ব সমাজ ও রাজনীতি বিশ্লেষণে সফলতার দাবিদার। ডেভিড ইস্টার্নের ব্যবস্থা তত্ত্ব (System theory of David Istern) : ব্যবস্থা তত্ত্বের সাথে ডেভিড ইস্টার্নের নাম সম্পর্কযুক্ত। তিনি কতকগুলো গ্রন্থের মাধ্যমে ব্যবস্থা তত্ত্বকে তুলে ধরতে সক্ষম হন। এক্ষেত্রে তাঁর ‘The Political System’ (1953), ‘A Systems Analysis of Political Life’ (1965) এবং ‘A Framework for Political Analysis’ (1965) প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ...