প্রশ্ন ১। আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে ধারণাটি ব্যক্ত করা।
উত্তর। আম্বেদকরের ছিলেন বিংশ শতাব্দীর এমন একজন বিশিষ্ট ভারতীয় যিনি ছিলেন সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখায় অত্যন্ত পণ্ডিত ও বিচক্ষণ। এহেন ব্যক্তিটি ভারতের সামাজিক ন্যায়ের একান্ত অভাব লক্ষ্য করে পীড়িত বোধ করেছিলেন এবং সামাজিক ন্যায় সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল - 1. MR. Gandhi and the emancipation of the untouchables. (1942) 2. Who were the shudras. (1940). সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা : (ক) ড. বি. আর. আম্বেদকরের মতে সামাজিক ন্যায় এক বিশেষ স্থানাধিকারী এটি অন্যান্য ন্যায়ের উৎস স্বরূপ, সমাজে যদি সামাজিক ন্যায় ভালো ভাবে বিরাজ করে তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় আপনা আপনি সমাজে প্রতিষ্ঠিত হবে। (খ) তাঁর মতে সামাজিক সচলতা পথ সকলের কাছে অমুক্ত থাকলে তবেই সমাজে প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায়। (গ) সামাজিক ন্যায় যথার্থ ভাবে সমাজে প্রতিষ্ঠা করতে হলে, সমাজে অবশ্যই ধর্মের ভূমিকা সীমিত হবে। কেননা তিনি বলেছেন, ধর্ম সমাজের জনগণের কাছে নিছক ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপারে সীমাবদ্ধ না থাকে তা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানিক ও আগ্রামনরূপে পরিণত হওয়া ধর্ম সমাজে সৃষ্টি করে বিভেদ ...