পেশাদারি ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লিখুন।

পেশাদারি ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য:

প্রকৃতপক্ষে উনবিংশ শতকের শেষদিকে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে পেশাদারি হিসেবে ইতিহাস চর্চা শুরু হয়েছে। এর ফলে নতুন নতুন দিকেরও উন্মোচন হয়ে চলেছে।

অপেশাদার ইতিহাস চর্চা প্রাচীনকাল থেকে শুরু হয়েছে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ও থুকিডিডিস যে ইতিহাস চর্চার সূচনা ঘটান তা ছিল মূলত পরবর্তী প্রজন্মের কাছে জাতীয় ইতিহাসকে তুলে ধরা।

কার্যগত পার্থক্য:-

পেশাদারি ইতিহাস মানবজাতির মধ্যে জাতীয়তাবাদী, আন্তর্জাতিকতাবাদ এর প্রসার ঘটায় অন্যদিকে অপেশাদারী ইতিহাস সংকীর্ণ জাতীয়তাবোধের বিকাশ ঘটায়।

সংরক্ষিত পার্থক্য:-

পেশাদারি ইতিহাস তার সংরক্ষিত বিষয়গুলি আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরে তাদের সুপথে পরিচালিত করে কিন্তু অপর দিকে অপেশাদারী ইতিহাস উপরোক্ত বিষয়ে খুবই সংকীর্ণ ও অসম্পূর্ণ।

দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্য:-

পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে প্রধান লক্ষ্য সত্য অনুসন্ধান করা। এজন্য এক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তে তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে অপেশাদারী ইতিহাসের ক্ষেত্রে কোন ব্যক্তির বিষয়ে নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তে তথ্য সংগ্রহ করা হয়।

ধর্মীয় পার্থক্য:-

পেশাদারি ইতিহাস ধর্মীয় সংকীর্ণতাকে দূরে রেখে ধর্মীয় সংস্কৃতি ও কুসংস্কারের প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং ধর্মনিরপেক্ষতার প্রচার করে। কিন্তু অপরদিকে অপেশাদারী ইতিহাসে ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়া হয়।

ধারাবাহিকতার পার্থক্য:-

পেশাদারি ইতিহাসে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কোন ঘটনার সূচনা পর্ব, গতি প্রকৃতি ও ঘটনার পরিণতিকে ক্রমান্বয়ে তুলে ধরা হয়। কিন্তু অন্যদিকে, অপেশাদারী ইতিহাসে ধারাবাহিক ভাবে ইতিহাসকে ব্যাখ্যা করা হয় না।

পদ্ধতিগত পার্থক্য:-

পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যে কোন প্রশ্নের প্রকৃত উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু অন্যদিকে, অপেশাদারী ইতিহাসের ক্ষেত্রে কোন ক্ষেত্রেই কোন পদ্ধতির অনুসরণ করা হয় না।

পরিশেষে বলা যায় যে পেশাদারী ইতিহাস চর্চা অপেশাদারী ইতিহাস চর্চার তুলনায় অনেক বেশি ব্যাপক ফলে স্বাভাবিকভাবে পেশাদারী ইতিহাস চর্চা অনেক বেশি উপযোগী ও আধুনিক।

Comments

Popular posts from this blog

ডেভিড স্টনের ব্যবস্থাপক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

Write down the techniques for effective reading and the reading strategies that are useful.

প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার ব্যবহার লেখো।Nature/Characteristics of Classical Conditioning . Educational implications of Classical Conditioning.