উচ্চ মাধ্যমিকের নতুন পরীক্ষা পদ্ধতি
উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতি
----------------------------------------------------------------
ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্কুল কন্ডাক্ট করবে ,থার্ড ও ফোরথ সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে।
ফাস্ট ও থার্ড সেমিস্টার এমসিকিউ বেসিস এবং সেকেন্ড ও ফোরথ সেমিস্টারের sq,bq হবে ।
ফার্স্ট ,সেকেন্ড সেমিস্টারের খাতা স্কুল দেখবে প্রশ্ন স্কুল করবে এবং দুটো সেমিস্টার মিলে ৩০% মারকস পেতে হবে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য।
ফাস্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সূচি কাউন্সিল দিয়ে দিবে।
থার্ড সেমিস্টারের mcq ,খাতা চেক করবে মেশিন। ফোর্থ সেমিস্টারের খাতা উচ্চ মাধ্যমিকের পুরনো নিয়মই দেখা হবে।
থার্ড ও ফোর্থ সেমিস্টার মিলে 30% মার্ক্স পেলেই সে উত্তীর্ণ হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে শুধু থার্ড ,ফোর্থ সেমিস্টার রেজাল্টের ভিত্তিতে।
ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হোম venue তে এবং থার্ড ফোর্থ সেমিস্টার এর পরীক্ষা অন্য venueতে হবে ৷৷
থার্ড ,ফোর্থ এর এডমিট কার্ড থার্ড সেমিস্টার এর আগেই দিয়ে দেবে।
ফাস্ট ও থার্ড সেমিস্টার প্রতিবছর হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড ও ফোরথ সেমিস্টার হবে মার্চ মাসে।
ফার্স্ট ও সেকেন্ড ,থার্ড ,ফোরথ সেমিস্টারের থিওরি পরীক্ষা সাইন্স এর ক্ষেত্রে ৩৫ নম্বরের ওপরে এবং আর্টস এর ক্ষেত্রে 40 মার্কসের উপর হবে এবং সেকেন্ড ও ফোরথ সেমিস্টারে সাইন্সের প্রাকটিক্যাল 30 এবং আর্টসের প্রজেক্ট 20 তে হবে৷৷
উচ্চ মাধ্যমিকের ফলাফল শুধু থার্ড ও ফোর্থ সেমিস্টারের উপর
ভিত্তি করেই হবে
Comments
Post a Comment