EWS সার্টিফিকেট পেতে নিয়ম পরিবর্তন, OBC প্রার্থীরাও করবেন আবেদন, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনেনিন
EWS সার্টিফিকেট পেতে নিয়ম পরিবর্তন, OBC প্রার্থীরাও করবেন আবেদন, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনেনিন
রাজ্যে EWS Certificate দেওয়া নিয়ে নিয়ম পরিবর্তন করা হয়েছে। EWS সার্টিফিকেট পাবেন রাজ্যের OBC প্রার্থীরাও। সেন্ট্রাল লিস্টে নেই এমন OBC আবেদনকারীরাও EWS সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। EWS সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে রাজ্য। জেনারেলদের পাশাপাশি যাঁরা ওবিসি আছেন, কিন্ত সেন্ট্রাল লিস্ট এ নেই তাঁরাও আবেদন করতে পারবেন।
আসুন আজ আমরা EWS সার্টিফিকেট কি, EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিই-
EWS Certificate
EWS পুরো নাম কি?
EWS এর পুরো নাম হলো Economically Weaker Section (EWS)। যার বাংলায় অর্থ হলো ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ'।
EWS Certificate কি?
EWS সার্টিফিকেট অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল জেনারেল জাতিভুক্তদের জন্য চালু করা হয়েছে। যেখানে এই শ্রেণীভুক্ত সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।
EWS এর সুবিধা কি?
EWS সার্টিফিকেট যাদের থাকবে, তাদের সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ রিজার্ভেশন প্রদান করে।
EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি?
জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে। OBC হলে সেন্ট্রাল লিস্টে থাকলে চলবে না।
পরিবারের বাৎসরিক ৮ লক্ষ টাকার কম হতে হবে।
শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তাহলে ১০০০ বর্গফুটের কম হতে হবে।
গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম হতে হবে।
পরিবারের ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে।
EWS সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন?
EWS Certificate আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
অফলাইন ফরম ডাউনলোড করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
এরপর জমা করতে হবে।
EWS সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
ভোটার কার্ড
প্যান কার্ড
বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
নিজের ও মাতা-পিতার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
জমি ও সম্পত্তির ডকুমেন্টস
স্ব-ঘোষণা পত্র
Comments
Post a Comment