সামাজিকীকরণের বিভিন্ন উপাদান, বিভিন্ন মাধ্যম এবং পিতা মাতা ও গৃহ পরিবেশের ভূমিকা।
সামাজিকীকরণের বিভিন্ন উপাদান, বিভিন্ন মাধ্যম এবং পিতা মাতা ও গৃহ পরিবেশের ভূমিকা। সামাজিকীকরণের বিভিন্ন উপাদান : একটি স্বাভাবিক এবং সুস্থ সমাজজীবন অতিবাহিত করার জন্য জন্মের পর থেকে শিশু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সমাজজীবনের রীতিনীতি, আচার-ব্যবহার প্রভৃতি আয়ত্ত করতে বাধ্য থাকে, যেগুলি সে তার পিতা-মাতা, পরিবারের অন্যান্য সদস্য বা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের কাছ থেকে শেখে। এই প্রক্রিয়ার আবার চারটি উপাদান রয়েছে। যেমন- a অনুকরণ (Imitation), bঅভিভাবন (Suggestion), c অঙ্গীভূতকরণ বা শনাক্তকরণ (Identification).dভাষা (Language)। সামাজিকীকরণের মাধ্যম : সামাজিকীকরণের মুখ্য বা প্রত্যক্ষ সংস্থা এবং গৌণ বা অপ্রত্যক্ষ সংস্থা এই দুই ভাগে ভাগ করা যায়। মুখ্য বা প্রত্যক্ষ সংস্থা :পরিবার গৌণ বা অপ্রত্যক্ষ সংস্থা : শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু দল বা সহপাঠী গণমাধ্যম জন সম্প্রদায় ধর্মীয় সংস্থা পেশাগত সংগঠন সামাজিকীকরণে পিতা-মাতা বা গৃহ পরিবেশের ভূমিকা : সামাজিকীকরণের ক্ষেত্রে পিতা-মাতা ও অন্যান্য নিকট আত্মীয়দের নিয়ে গঠিত পরিবার শিশুর সামাজিকীকরণে স...