ক্রিয়ার কাল বা Tense

 ক্রিয়ার কাল বা Tense


What is Tense?

নিচের বাক্যগুলো পড়ঃ

I eat rice. (আমি ভাত খাই)

I ate rice. (আমি ভাত খেয়েছিলাম)

I shall eat rice (আমি ভাত খাব)

উপরের তিনটি বাক্যে একই verb — ‘eat’ তিনভাবে ব্যবহার হয়েছে। কিন্তু কেন? কারণ, verb টি তিনটি ভিন্ন সময়ে সংঘঠিত হয়েছে বা হবে। যেমনঃ প্রথম বাক্যটির কাজ (খাওয়া) সংগঠিত হয়। দ্বিতীয়টির কাজ অতীতে সংঘঠিত হয়েছিল, এবং তৃতীয়টির কাজ এখনো সংঘঠিত হয়নি, ভবিষ্যতে সংঘঠিত হবে।

সুতরাং কোন verb -এর কাজ কখন সংঘঠিত হয়, হয়েছিল, বা হবে তা নির্দেশ করার জন্য ঐ verb যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে Tense (ক্রিয়ার কাল) বলে।

Tense প্রধানত ০৩ প্রকারঃ
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)

এদের প্রতিটি আবার ০৪ প্রকারেরঃ
Present Tense:
(i) Present Indefinite Tense: I eat rice. (আমি ভাত খাই)
(ii) Present Continous Tense: I am eating rice. (আমি ভাত খাচ্ছি)
(iii) Present Perfect Tense: I have eaten rice. (আমি ভাত খেয়েছি)
(iv) Present Perfect Continous Tense: I have been eating rice for five minutes. (আমি পাঁচ মিনিট যাবত ভাত খাচ্ছি)

1. Present Indefinite Tense

এই Tense -এর verb বর্তমান কালে সচরাচর “হয়” এ রূপ কোন কাজ, অভ্যাসগত কাজ বা নৈমিত্তিক কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ — এসব প্রকাশ করে।

Structure: Subject + Verb (s/es) + Object.

অর্থাৎ Subject -এর পরে Verb এবং তারপরে Object বসে। Third person singular number -এ Verb -এর শেষে s/es যোগ হয়।

Present Indefinite Tense Examples:

(i) বর্তমান কালের কাজঃ
a. I go to market. (আমি বাজারে যাই)
b. Mother calls me a fool. (মা আমাকে বোকা বলেন)
c. You see a bird. (তুমি একটি পাখি দেখ)
d. He reads a book. (সে একটি বই পড়ে)
e. She dances. (সে নাচে)

(ii). অভ্যাসগত বর্তমানঃ
a. I read the Holy Quran regularly. (আমি নিয়মিত পবিত্র কোরআন পাঠ করি)
b. Mother cooks rice thrice a day. (মা দিনে তিনবার ভাত রান্না করেন)
c. She exercises regularly. (সে নিয়মিত ব্যায়াম করে।)
d. The Meghna flows through Bangladesh. (মেঘনা নদী বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলে।)
e. He drinks tea at breakfast. (সে সকালের নাস্তায় চা পান করে)

(iv) ঐতিহাসিক সত্যঃ
a. Sahjahan builds the Taj. (শাহজাহান তাজমহল তৈরি করেন।)
b. Akbar ascends the throne when he is only twelve years old. (আকবর মাত্র বার বছর বয়সে মসনদে ওঠেন।

2. Present Continuous Tense

বর্তমানে কোন কাজ ‘চলছে’ বা ‘ঘটছে’ এরূপ বুঝালে verb এর present continuous tense হয়।
বাংলা রূপঃ করিতেছি, করছি, করিতেছ, করছ, করিতেছে, করছে, করিতেছেন, করছেন, করিতেছিস, করছিস।

Structure: Subject + am/ is / are + (Verb + ing) + Object

Example:
I am reading a book (আমি একটি বই পড়ছি।)
They are going to school. (তারা স্কুলে যাচ্ছে।)
She is cooking rice. (সে ভাত রান্না করছে।)
বর্তমান কালে কোন কাজ চলছে এরূপ ছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন -

(i) নিকট ভবিষ্যতের কাজ বুঝাতেঃ
a. I am coming back soon (= I shall come back soon)
b. He is sitting for the examination this year. (= He will sit for the examination this year.

(ii) ইদানিং কাজটি হচ্ছে এরূপ বুঝাতেঃ
I am working in the nearby factory. (আমি পার্শ্ববর্তী কারখানায় কাজ করছি। ঠিক এই মুহূর্তে করছি তা নয়, বেশ আগে থেকে করছি, এখন করি, ভবিষ্যতেও করব। পেশা, নেশা, অভ্যাস ইত্যাদির ক্ষেত্রে এরূপ ব্যবহার হয়।

(iii) অভ্যাসগত কাজ বুঝালেঃ
I am playing football even in this old age. (আমি বুড়ো বয়সেও ফুটবল খেলছি। ঠিক যে এখন খেলছি তা নয়, অনেক আগের অভ্যাস, এখনও খেলি।)

(iv) কোন বিশেষ কাজ শুরু করা হয়েছে কিন্তু এখনও চলছে, শেষ হয়নি, এরূপ বুঝালেঃ
Now I am reading a novel by Humayun Ahmed. (ঠিক এখন পড়ছি তা নয়, শুরু করেছি, এখনও শেষ হয়নি, আরও দু’একদিন লেগে যাবে।)

3. Present Perfect Tense

She has broken the glass. (সে গ্লাসটি ভেঙেছে।)

বাক্যের সত্যতা যাচাই করতে গিয়ে বলা যায় যে গ্লাসের ভাঙা টুকরোগুলো এখনও পড়ে আছে।
বাংলা রূপঃ করিয়াছি, করেছি, করিয়াছ, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন।

Structure: Subject + have/ has + Verb (past participle) + Object

Example:
I have eaten rice (আমি ভাত খেয়েছি।)
They have seen the movie. (তারা মুভিটি দেখেছে।)
He has gone to the library. (সে লাইব্রেরীতে গিয়েছ।)

Present Perfect Tense -এর ব্যবহারঃ

(i) ঠিক (just) এইমাত্র কাজটি শেষ হল এরূপ বুঝাতে just এর সাথেঃ

He has just come in.
(সে এইমাত্র এলো = He came a few minutes ago.)
Has he just come in?
Interrogative sentence -এর ক্ষেত্রেঃ Aux. Verb + Subject + Just + Verb (Past Participle form)

(ii) সময়ের উল্লেখ নাই বা সময় নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনাকে বর্ণনা করতেঃ

I have read the book but I have forgotten the most of it. (আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গিয়েছি।)
এখানে ভুলে যাওয়ার কথা থেকে বোঝা যায় যে কাজটি অনেক আগে ঘটেছে। কিন্তু কখন ঘটেছে সে সময়টা নির্দিষ্ট নয় বলে Past Indefinite Tense ব্যবহৃত না হয়ে Present Perfect Tense ব্যবহৃত হল।

কিন্তু অতীত সময়ের উল্লেখ থাকলে অবশ্যই Present Perfect Tense ব্যবহৃত হবে না, Past Indefinite Tense ব্যবহৃত হবে। যেমনঃ

I read the book long ago and I have forgotten the most of it. (এখানে long ago থাকার কারনে past tense ব্যবহৃত হল)

Incorrect: Father has come home yesterday. (বাবা গতকাল বাড়ি এসেছেন)
Correct: Father came home yesterday (yesterday — উল্লেখ থাকায় past indefinite tense ব্যবহৃত হল।)

(iii) অনেক আগে কোন কাজ সংঘঠিত হয়েছে কিন্তু সে কাজ এখনও সম্ভব এবং স্বাভাবিক এরূপ হলে সেখানে past tense -এর বদলে present perfect tense ব্যবহার করলে বেশি অর্থপূর্ণ হয়ঃ

He has written a number of novels. (তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন। স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এবং আরও উপন্যাস লেখার যোগ্যতা রাখেন।)

I saw a crocodile in this river. (আমি এই নদীতে একটি কুমির দেখেছিলাম। বক্তা কোন কালে হয়ত দেখেছিল এবং আবারও যখন তখন দেখা যেতে পারে এই বিশ্বাস তার নেই।)

কিন্তুঃ I have seen a crocodile in this river. (আমি এই নদীতে একটি কুমির দেখেছি। বক্তা অনেক আগে দেখলেও কতবার দেখেছে তার উল্লেখ নেই। তার মনের মধ্যে ভয় এখনও বর্তমান আছে এবং আবারও দেখা যেতে পারে বলে তার বিশ্বাস)

4. Present Perfect Continuous Tense

অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বুঝালে তার Present Perfect Continuous Tense হয়।
এখানে লক্ষ্য করার মত হল এই যে কাজটি -

Structure -1: Subject + have been / has been + Verb (ing) + Object + since + point in time
Structure -2: Subject + have been / has been + Verb (ing) + Object + for + period

Example:

It has been raining since 5 AM. (সকাল পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে।)
It has been raining for five hours. (পাঁচ ঘণ্টা যাবত বৃষ্টি হচ্ছে।)
I have been reading the book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে বইটি পড়ছি।)

5. Past Indefinite Tense

অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb -এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়। যেমনঃ
She went to school yesterday. (সে গতকাল স্কুলে গিয়েছিল।)

বাক্যটির কাজটি (যাওয়া) গতকাল (অতীতে) ঘটেছিল। সুতরাং এখানে “যাওয়া” (go) — ক্রিয়ার simple past tense হবে।
বাংলা রূপঃ করিয়াছিলাম, করেছিলাম, করিয়াছিলে, করেছিলে, করিয়াছিলি, করেছিলি, করিয়াছিল, করেছিল, করিয়াছিলেন, করেছিলেন, করিতাম, করতাম, করিতে, করতে, করিতি, করতি, করিত, করত, করিতেন, করতেন।

Structure: Subject + Verb -এর past form + Object. Example:

She saw a movie yesterday. (সে গতকাল একটি সিনেমা দেখেছিল।)
Last month, I traveled to Cox’s Bazar. (গত মাসে আমি কক্সবাজার ভ্রমণ করেছিলাম।)

6. Past Continuous Tense

অতীত কালে কোন কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বুঝালে verb -এর past continuous tense হয়। নিচের বাক্যটি পড়ঃ
আমি ভাত খাচ্ছি (I am eating rice)

ঠিক এখন খাচ্ছি, তাই এভাবে বলছি। বাক্যটি present continuous tense এর। দু’দিন পর ঠিক এই বাক্যটি বলতে গেলে ঠিক এভাবে বলতে হবে -

আমি ভাত খাচ্ছিলাম (I was eating rice)

এই বাক্যটি হল past continuous tense এর। তাহলে present continuous tense এর বাক্যই কাজ ঘটার পরে বললে তা past continuous tense -এ পরিণত হয়ে যায়।

বাংলা রূপঃ করিতেছিলাম, করছিলাম, করিতেছিলে, করছিলে, করিতেছিলি, করছিলি, করিতেছিল, করছিল, করিতেছিলেন, করছিলেন। যেমনঃ

We were Playing (আমরা খেলা করছিলাম।)
He was reading book. (তিনি বই পড়ছিলেন।)

Structure: Subject + was/ were + Verb (ing) + Object.

অর্থাৎ subject এর পর was/ were, এবং তারপর verb + ing বসাতে হবে। যেমনঃ
I was reading a book (আমি একটি বই পড়ছিলাম।)

7. Past Perfect Tense

নিচের বাক্য দুটো পড়ঃ
I went to bed. (আমি বিছানায় গেলাম।)
I ate rice. (আমি ভাত খেয়েছিলাম।)

লক্ষ্য কর, উভয় verb -এর tense -ই Past Indefinite tense. কিন্তু আমরা যদি দুটি বাক্য এমনভাবে একত্র করতে চাই যে তাতে প্রথম কাজটি আগে ঘটেছে এমন বলা থাকবে তাহলে বাংলায় নিচের মত করে বাক্যটি লিখতে হবেঃ
আমি ভাত খাওয়ার পর বিছানায় গেলাম।

এখানে দুটি কাজ ঘটছেঃ ভাত খাওয়া ও বিছানায় যাওয়া। যে কাজটি আগে ঘটছে তার tense কে বলে Past Perfect Tense.

বাংলা রূপঃ উপরের বাক্যটি থেকে দেখা যাচ্ছে যে past perfect tense -এর বাংলা রূপ হল ঠিক past indefinite tense -এর মত। শুধু পার্থক্য হল এই যে ঘটনাটি কোন অতীত ঘটনার আগে ঘটে।

গঠনঃ আগের sentence -দুটি নেয়া যাকঃ
I ate rice. (আমি ভাত খেয়েছিলাম)
I went to bed. (আমি শুইতে গিয়েছিলাম)

এখানে খাওয়া কাজটি আগে ঘটে। এই বাক্যটির past perfect tense হবে। তাহলে এর গঠন হবেঃ
Structure A: Subject + had + Verb (Past Participle) + Object

অতএব, I had eaten rice. এবার পরবর্তী বাক্যের verb এর tense হবে past indefinite tense. এর গঠন হবেঃ
Structure B: Subject + Verb (Past form) + Object

অতএব, I went to bed. (ঠিক যেভাবে আছে) এবার সংযুক্ত বাক্যটি হবেঃ
Structure A + before + Structure B
I had eaten rice before I went to bed. (বিছানায় যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম)

After প্রয়োগে বাক্যের গঠন হবেঃ
Structure A + after + Structure B
I went to bed after I had eaten rice. (ভাত খাওয়ার পর আমি বিছানায় গিয়েছিলাম)

তাহলে দেখা গেল যে before (আগে) — ব্যবহার করলে তার আগে বসে had + Verb (Past Participle) এবং after (পরে) ব্যবহার করলে তার পরে বসে had + Verb (Past Participle).

Examples:
1. আমরা স্টেশনে পৌছার আগে বৃষ্টি শুরু হল।
(i) The rain had started before we reached the station.
(ii) We reached the station after the rain had started.

2. আমাকে দেখার পর বালকটি কেঁদে উঠল।
(i) The boy had seen me before he cried out.
(ii) The boy cried out after he had seen me.

Comments

Popular posts from this blog

ডেভিড স্টনের ব্যবস্থাপক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

Write down the techniques for effective reading and the reading strategies that are useful.

প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার ব্যবহার লেখো।Nature/Characteristics of Classical Conditioning . Educational implications of Classical Conditioning.